বনবিবির পূজা

>খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের সুন্দরবনসংলগ্ন যেসব জায়গায় বনবিবির পূজা হয়, সেসবের একটি এই গ্রাম। দক্ষিণ বাংলার আবহমান লোকসংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ বনবিবির পূজা। ঐতিহ্য অনুযায়ী প্রতিবছরের মতো এবারও মাঘে (১৬ জানুয়ারি) সুন্দরবনলাগোয়া লোকালয়ে ঘটা করে ‘মা বনবিবি’র পূজা হয়েছে। মূলত, গোলপাতা ও বনের কাঠ দিয়ে ছোট আকারে বানানো হয় মণ্ডপগুলো। পুরোহিতদের কাছ থেকে জানা গেল, মণ্ডপে বনবিবির প্রতিমার সঙ্গে থাকে বনবিবির ভাই শাহ জঙ্গুলী, শিশু দুঃখে, ধোনাই আর মোনাই, দক্ষিণ রায় তথা বাঘসহ নানা মূর্তি। বনবিবির পাঁচালি পাঠ, নৈবেদ্য ইত্যাদি আচারের পাশাপাশি প্রসাদ ও শিরনি বিতরণ করা হয়।
গোলপাতা ও বনের কাঠ দিয়ে ছোট আকারে বানানো হয় মণ্ডপগুলো
গোলপাতা ও বনের কাঠ দিয়ে ছোট আকারে বানানো হয় মণ্ডপগুলো
প্রস্তুত মণ্ডপ
প্রস্তুত মণ্ডপ
বিভিন্ন অঞ্চল থেকে পুণ্যার্থীদের আগমন
বিভিন্ন অঞ্চল থেকে পুণ্যার্থীদের আগমন
চলছে পূজাপার্বণ
চলছে পূজাপার্বণ
চলেছে আগত ব্যক্তিদের জন্য খাবারের আয়োজন
চলেছে আগত ব্যক্তিদের জন্য খাবারের আয়োজন
যাওয়ার সময় বন থেকে নানা ফল সংগ্রহ
যাওয়ার সময় বন থেকে নানা ফল সংগ্রহ