প্রথম দিনে আ.লীগের মনোনয়ন ফরম নিলেন যাঁরা

আওয়ামী লীগ
আওয়ামী লীগ

জাতীয় সংসদের কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর) আসনের পুনর্নির্বাচন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচনের মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিনে আজ বুধবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে ছিল সুনসান নীরবতা। সব প্রার্থীই তাঁদের প্রতিনিধিদের দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

আজ বুধবার সকালে কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই সৈয়দ সাফায়েত উল ইসলামের পক্ষে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেন তোফাজ্জল হোসেন। পাঁচ-সাতজনকে সঙ্গে নিয়ে এসে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ ছাড়া আজ বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেজ ছেলে রাসেল আহমেদের পক্ষে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল গণি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। কিশোরগঞ্জ জজকোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) শাহ আজিজুল হকও কিশোরগঞ্জ-১ আসনের বিপরীতে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ব্যবসায়ী আতিকুল ইসলাম। আজ বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে আতিকুল ইসলামের পক্ষে তাঁর চাচাতো ভাই জাহাঙ্গীর হোসেন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর আগে ব্যবসায়ী আদম তমিজি হক তাঁর প্রতিনিধি দিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ ছাড়া ভাষানটেক থানা আওয়ামী লীগের সহসভাপতি ইয়াদ আলী ফকিরও উত্তর সিটির মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

আগামী ২৪ ও ২৫ তারিখ সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করা যাবে। ২৫ জানুয়ারি বিকেল পাঁচটার মধ্যে মনোনয়নের আবেদনপত্র জমা দেওয়া যাবে।

কিশোরগঞ্জ-১ আসনের উপনির্বাচন হবে ২৮ ফেব্রুয়ারি। এখানে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ৩ ফেব্রুয়ারি এবং প্রত্যাহারের শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি। এদিকে পঞ্চম উপজেলা নির্বাচনের তফসিলের বিষয়ে সিদ্ধান্ত হবে আগামী ৩ ফেব্রুয়ারি। মোট পাঁচ ধাপে উপজেলা নির্বাচন হবে। প্রথম ধাপে ভোট হবে ৮ অথবা ৯ মার্চ।

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ১৯৯৬ সাল থেকে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা) আসনে টানা পাঁচবার নৌকা প্রতীকে বিজয়ী হন। গত বছরের জুলাই মাসে ফুসফুসে ক্যানসারের কারণে তাঁকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি বিজয়ী হন। কিন্তু সাংসদ হিসেবে শপথের আগেই ৩ জানুয়ারি রাত ১০টার দিকে মারা যান সৈয়দ আশরাফুল ইসলাম। তাঁর মৃত্যুতে কিশোরগঞ্জ-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। এই নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই হবে ২ ফেব্রুয়ারি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৯ ফেব্রুয়ারি। এ ছাড়া দেশের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মার্চ মাসে। ইসি জানায়, একই দিনে ঢাকা উত্তর সিটির ১৮টি ওয়ার্ড এবং দক্ষিণ সিটির ১৮টি ওয়ার্ডে কাউন্সিলর পদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সংরক্ষিত নারী আসনে তফসিল ঘোষণা করা হবে ৩ ফেব্রুয়ারি, তবে তফসিল ঘোষণার কথা ছিল ১৭ ফেব্রুয়ারি।

সাবেক মেয়র আনিসুল হকের মৃত্যুর পর হাইকোর্টের আদেশে ঢাকা উত্তরের সিটি নির্বাচন স্থগিত করা হয়েছিল। এ বিষয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, হাইকোর্টের আদেশ পর্যালোচনা করা হয়েছে। এ-সংক্রান্ত রিট আবেদনগুলো আদালত খারিজ করে দিয়েছেন। যে কারণে এখন আর নির্বাচন করতে সমস্যা নেই।