জামিনে মুক্ত সাবেক দুই আইজিপি

দুই সাবেক আইজিপি শহুদুল হক ও আশরাফুল হুদা।
দুই সাবেক আইজিপি শহুদুল হক ও আশরাফুল হুদা।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পুলিশের সাবেক দুই মহাপরিদর্শক (আইজিপি) শহুদুল হক ও আশরাফুল হুদা জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে দুজনে বের হন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সুপার সুব্রত কুমার বলেন, বুধবার রাতে আদালত থেকে তাঁদের জামিনের কাগজপত্র আসার পর যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে মুক্তি দেওয়া হয়। এর আগে তাঁদের ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছিল।

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা হত্যা মামলায় দুই বছরের সাজার রায়ের বিরুদ্ধে আপিল করে হাইকোর্টে জামিন চান সাবেক ওই দুই কর্মকর্তা। হাইকোর্ট তাঁদের আপিল শুনানির জন্য গ্রহণ করে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন।

প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট গুলিস্তানে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলটির বহু নেতা-কর্মী আহত হন।