কুমিল্লায় নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে দেওয়া হবে

কুমিল্লায় দুর্ঘটনায় নিহত ১৩ জনের লাশ নীলফামারীর জলঢাকায় পরিবারের কাছে আজ শনিবার সকালে হস্তান্তর করা হয়। ছবি: প্রথম আলো
কুমিল্লায় দুর্ঘটনায় নিহত ১৩ জনের লাশ নীলফামারীর জলঢাকায় পরিবারের কাছে আজ শনিবার সকালে হস্তান্তর করা হয়। ছবি: প্রথম আলো

কুমিল্লার চৌদ্দগ্রামে কয়লাবাহী ট্রাক উল্টে নিহত শ্রমিকদের জন্য এক লাখ টাকা করে দেওয়া হবে। আজ শনিবার সকালে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এ ঘোষণা দেন। শ্রম মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় একটি ইটভাটার মেসে কয়লাবাহী ট্রাক উল্টে ১৩ জন শ্রমিক নিহত হন। গতকাল শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত শ্রমিকেরা হলেন নীলফামারীর জলঢাকা উপজেলার নিজপাড়া গ্রামের সুরেশ চন্দ্র রায়ের ছেলে রঞ্জিত চন্দ্র রায় (৩০), মানিক চন্দ্র রায়ের ছেলে তরুণ চন্দ্র রায় (২৫), জাহাঙ্গীর আলমের ছেলে মো. সেলিম (২৮), রামপ্রসাদের ছেলে বিপ্লব (১৯), কিশোর চন্দ্র রায়ের ছেলে শংকর চন্দ্র রায় (২২), অমর চন্দ্র রায়ের ছেলে দীপু চন্দ্র রায় (১৯) ও কামিক্ষ্যা চন্দ্র রায়ের ছেলে অমিত চন্দ্র রায় (২০), একই উপজেলার পাঠানপাড়া গ্রামের নুর আলমের ছেলে মোরসালিন (১৮), ফজলুল করিমের ছেলে মো. মাসুম (১৮), শিমুলবাড়ি গ্রামের মনোরঞ্জন চন্দ্র রায় (১৯) এবং রাজবাড়ী গ্রামের দীনেশ চন্দ্র রায়ের ছেলে মৃণাল চন্দ্র রায় (২১), খোকা চন্দ্র রায়ের ছেলে বিকাশ চন্দ্র রায় (২৮) ও ধনু চন্দ্র রায়ের ছেলে কনক চন্দ্র রায় (৩৫)।

নিহত ব্যক্তিরা সবাই মেসার্স কাজী অ্যান্ড কোম্পানির ইটভাটার শ্রমিক ছিলেন। দুর্ঘটনার সময় তাঁরা মেসে ঘুমন্ত অবস্থায় ছিলেন। 

আজ শ্রম মন্ত্রণালয় এসব নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের এক লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিল।

আহত শ্রমিকদের চিকিৎসার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

এদিকে সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, নিহত ১৩ জনের মরদেহ আজ শনিবার তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করেছে নীলফামারী জেলা প্রশাসন। সকাল আটটায় স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তরপ্রক্রিয়া শুরু করেন নীলফামারীর জেলা প্রশাসক নাজিয়া শিরিন। এ সময় প্রত্যেকের পরিবারকে নগদ ২০ হাজার টাকা, ১টি করে কম্বল ও শুকনো খাবার দেওয়া হয়।

এর আগে জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের রাজবাড়ি কর্ণময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মৃতদেহগুলো হস্তান্তরের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজা উদ দৌলা, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার শুভাশীষ চাকমা, জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি আরিফা সুলতানা লাভলী, বীর মুক্তিযোদ্ধা কান্তি ভূষণ রায়, শিমুলবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হামিদুল হক উপস্থিত ছিলেন।