কারাগার থেকে স্বজনের কাছে জাহালম

বিনা অপরাধে তিন বছর কারাভোগের পর গতকাল রোববার রাত একটার দিকে গাজীপুরের কাশিমপুরের কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পান জাহালম। সোনালী ব্যাংকের অর্থ জালিয়াতির ২৬টি মামলা থেকে জাহালমকে এক দিনের মধ্যেই অব্যাহতি দিয়ে গতকাল সকালে মুক্তির নির্দেশ দেন হাইকোর্ট। মূল আসামি আবু সালেকের বদলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়। রাতে মুক্তি পাওয়ার পরপরই টাঙ্গাইলের নাগরপুরে পরিবারের কাছে ছুটে যান তিনি। মুক্তির পর আজ সোমবার প্রথম দিনটি পরিবারের সঙ্গে অন্য রকমভাবে কাটান তিনি।
কাশিমপুর কারাগার–২ থেকে রোববার দিবাগত রাত ১টার দিকে বের হয়ে আসছেন জাহালম।
কাশিমপুর কারাগার–২ থেকে রোববার দিবাগত রাত ১টার দিকে বের হয়ে আসছেন জাহালম।