ভুয়া লাইসেন্সধারী চালকদের গাড়ির মালিক আইন বাস্তবায়নকারী লোকজন

মুজিবুল হক চুন্নু
মুজিবুল হক চুন্নু

ভুয়া লাইসেন্সধারীরা যেসব গাড়ি চালাচ্ছেন, তার বেশির ভাগের মালিক আইন বাস্তবায়নকারী লোকজন বলে অভিযোগ তুলেছেন জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক চুন্নু। মঙ্গলবার জাতীয় সংসদে তিনি বলেছেন, সড়ক দুর্ঘটনা সারা বিশ্বেই হয়। কিন্তু বাংলাদেশে সড়ক দুর্ঘটনা মনে হয় একটু বেশি। সম্প্রতি এই সড়ক দুর্ঘটনা এত বেশি বৃদ্ধি পেয়েছে, এত বেশি মানুষ মারা যাচ্ছে, মনে হয় এটা দেখার কেউ নেই। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কাছে ৩০০ বিধিতে বিবৃতিও দাবি করেন তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৬ সালের প্রতিবেদনের কথা উল্লেখ করে মুজিবুল হক বলেন, ‘বছরে ২৫ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। আমাদের জাতীয় মহাসড়কের ৬২ শতাংশতে কোনো সাইন–সংকেত নেই। রেজিস্টার্ড ৩৮ লাখ যানবাহন থাকলেও লাইসেন্সধারী চালক রয়েছেন মাত্র ২০ লাখ। বাকি ১৮ লাখ গাড়ি কারা চালান? নিশ্চয়ই ভুয়া লাইন্সেসে।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কাছে ৩০০ বিধিতে বিবৃতি দাবি করে মুজিবুল হক বলেন, এই গাড়িগুলোর মালিক কারা? যাঁরা আইন বাস্তবায়নে থাকেন, তাঁদের অনেকেই এই গাড়িগুলোর মালিক। যার জন্য এখানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে না। সার্বিক বিষয়ে কী করছেন এবং কী সিদ্ধান্ত নিচ্ছেন?

সাবেক প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেন, ‘আমরা মাঝেমধ্যে দেখি আমাদের সড়ক পরিবহনমন্ত্রী নিজে রাস্তায় গিয়ে বেবিট্যাক্সিচালকের লাইসেন্স আছে কি না দেখেন। কিন্তু এই যে সড়ক দুর্ঘটনা ঘটছে। জনমণে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এটা কী দেখার কেউ নেই?’

গত বছর সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র সৃষ্ট ছাত্র আন্দোলনের কথা উল্লেখ করে মুজিবুল হক বলেন, ‘গত বছর একটি দুর্ঘটনার কারণে ঢাকা শহরসহ সারা দেশে শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিল। এতে কয়েক দিন যোগাযোগব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক দুর্ঘটনা এড়াতে ৫ দফা নির্দেশনা দিয়েছিলেন। সড়ক পরিবহনমন্ত্রীকে বলব, প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলোর বাস্তবায়ন কী অবস্থায় আছে। সেগুলো বাস্তবায়ন করবেন কি না এবং করলে তা কবে করবেন।’