বইমেলার ষষ্ঠ দিন

অমর একুশে গ্রন্থমেলার আজ ষষ্ঠ দিন। মেলায় বইপ্রেমীদের সমাগম বাড়ছে। পাঠকেরা মেলায় আসছেন এবং বিভিন্ন স্টল থেকে বই পছন্দ করছেন। এবার বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় তিন লাখ বর্গফুট জায়গায় চলছে বইমেলা। আগের চেয়ে মেলায় বেড়েছে খোলা জায়গার পরিমাণ। ফলে বইপ্রেমীরা স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারছেন। সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৯৫টি প্রকাশনা সংস্থাকে ৬২০টি ইউনিট; মোট ৪৯৯টি প্রতিষ্ঠানকে ৭৭০টি ইউনিট এবং বাংলা একাডেমিসহ ২৪টি প্রকাশনা প্রতিষ্ঠানকে ২৪টি প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। ছবিগুলো সোহরাওয়ার্দী উদ্যানের।
বইমেলার একটি স্টলে সাজানো নতুন-পুরোনো বই
বইমেলার একটি স্টলে সাজানো নতুন-পুরোনো বই
বই পছন্দ করছেন এক তরুণী।
বই পছন্দ করছেন এক তরুণী।
নিজের বইয়ের প্রচারের জন্য ফেসবুক লাইভে একজন। বিভিন্ন অঙ্গভঙ্গি করে নিজের কবিতা পাঠ করছেন তিনি, ভিডিও ধারণ করছেন অন্যজন।
নিজের বইয়ের প্রচারের জন্য ফেসবুক লাইভে একজন। বিভিন্ন অঙ্গভঙ্গি করে নিজের কবিতা পাঠ করছেন তিনি, ভিডিও ধারণ করছেন অন্যজন।
বই কেনার আগে খানিকটা পড়ে নিচ্ছে কয়েকজন।
বই কেনার আগে খানিকটা পড়ে নিচ্ছে কয়েকজন।
বই কেনার পর বই নিয়ে আলোচনায় কয়েকজন।
বই কেনার পর বই নিয়ে আলোচনায় কয়েকজন।
মেলা প্রাঙ্গণে শ্রমিকদের ইট বিছাতে দেখা গেছে।
মেলা প্রাঙ্গণে শ্রমিকদের ইট বিছাতে দেখা গেছে।
নিজেদের জন্য বই খুঁজছেন দুই তরুণী।
নিজেদের জন্য বই খুঁজছেন দুই তরুণী।