এসএসসি পরীক্ষায় অনিয়ম, শিক্ষার্থী-শিক্ষক বহিষ্কার

গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে নকল করার অভিযোগে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে এক শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে শ্রীপুরের হাজী ছোটকলিম উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বহিষ্কৃত শিক্ষার্থী নিজমাওনা উচ্চবিদ্যালয়ের রেজাউল করিম। আর বহিষ্কৃত শিক্ষকের নাম আবুল কাশেম। তিনি গাজীপুর উচ্চবিদ্যালয়ের কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষক।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা সমবায় কর্মকর্তা ইফতেখারুল ইসলাম কেন্দ্র পরিদর্শনে গেলে শিক্ষার্থীর নকল করার দৃশ্যটি তাঁর চোখে পড়ে। তিনি হাতেনাতে শিক্ষার্থীকে ধরে ফেলেন। এ সময় দায়িত্বরত শিক্ষকের অবহেলার বিষয়টিও তাঁর নজরে আসে।

বহিষ্কৃত শিক্ষক আবুল কাশেম বলেন, ওই কক্ষে দুজন পরিদর্শক দেওয়ার কথা থাকলেও সেখানে শুধু তাঁকেই দায়িত্ব দেওয়া হয়। ফলে কক্ষ ব্যবস্থাপনায় কিছুটা ঘাটতি ছিল। ঘটনার সময় তিনি খাতায় সই করার কাজে ব্যস্ত ছিলেন।

শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ছাত্র ও শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।