অস্ত্র মামলায় যুবকের কারাদণ্ড

নারায়ণগঞ্জে অস্ত্র মামলায় নূরে আলম ওরফে জীবন নামের এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ ৭ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।

দণ্ডপ্রাপ্ত নূরে আলম চাঁদপুরের মতলব থানাধীন সুজাতপুর গ্রামের ফকির চানের ছেলে। তিনি ফতুল্লার তল্লা বড় মসজিদ এলাকায় ভাড়া থাকতেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) জাসমীন আহাম্মেদ বলেন, ২০০৪ সালের ২৯ ডিসেম্বর রাতে নগরের চাষাঢ়ার খাজা সুপার মার্কেটের সামনে একটি দেশীয় অস্ত্রসহ নূরে আলমকে গ্রেপ্তার করেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের তৎকালীন উপপরিদর্শক (এসআই) খন্দকার জহির উদ্দিন হাওলাদার। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়। ওই মামলার সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত তাঁকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেন।