চোরাকারবারি-বিজিবির মধ্যে পাল্টাপাল্টি গুলি, অস্ত্র ও মাদক উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ছিয়াত্তর বিঘা এলাকায় চোরাকারবারিদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাল্টাপাল্টি গুলির পর অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিজিবি ৫৯ ব্যাটালিয়নে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম সালাহ উদ্দীন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার দিবাগত রাত পৌনে একটার দিকে ছিয়াত্তর বিঘা এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় ভারতের দিক থেকে একটি ব্যক্তিগত গাড়ি (প্রাইভেট কার) আসতে দেখা যায়। ওই গাড়িকে থামার সংকেত দেন বিজিবির সদস্যরা। কিন্তু গাড়িতে থাকা চোরাকারবারিরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করেন। পরে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির একপর্যায়ে গাড়িতে আগুন লেগে গেলে চোরাকারবারিরা অন্ধকারের মধ্যে ভারতের দিকে পালিয়ে যান।

লেফটেন্যান্ট কর্নেল এস এম সালাহ উদ্দীন বলেন, ঘটনাস্থল থেকে তিনটি পিস্তল, দুটি ওয়ান শুটার গান, ১৮ রাউন্ড গুলি, ৫০ বড়ি ইয়াবা, ছয়টি ম্যাগাজিন ও ৮১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।