আরও ৫টি সংসদীয় কমিটি গঠন

জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি
জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদে আজ মঙ্গলবার আরও পাঁচটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

সরকারি প্রতিশ্রুতি-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে আলী আশরাফকে। সিমিন হোসেন রিমিকে সংস্কৃতি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, আ ফ ম রুহুল হককে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, এ কে এম রহমতুল্লাহকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এবং রুহুল আমীন মাদানীকে ধর্ম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়।

সংসদ নেতার পক্ষে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী কমিটিগুলো গঠনের প্রস্তাব সংসদে তোলেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো পাস হয়। এ নিয়ে মোট ৪৩টি সংসদীয় কমিটি গঠন করা হলো। গত সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি ছিল।