রাজশাহীতে জমজমাট গণিত উৎসব

গণিত উৎসব
গণিত উৎসব

রাজশাহীতে চলছে আঞ্চলিক গণিত উৎসব। রাজশাহী কলেজ মাঠে শুক্রবার সকাল নয়টায় বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন কলেজটির অধ্যক্ষ হবিবুর রহমান। এক ঘণ্টার পরীক্ষা শেষে বেলা সোয়া ১১টায় শুরু হয় প্রশ্নোত্তর পর্ব।

প্রথম আলোর ব্যবস্থাপনায়, ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি আয়োজিত এই আঞ্চলিক উৎসবে ৮১৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে আছে ২২৫ জন, জুনিয়র পর্যায়ে ২৯২ জন, মাধ্যমিক পর্যায়ে ১৮৮ জন ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১১২ জন শিক্ষার্থী।

সকাল নয়টায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ। বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক কাউন্সিলর মাহমুদুল হাসান সোহাগ। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ডাচ্-বাংলা ব্যাংকের রাজশাহী শাখার ব্যবস্থাপক নজরুল ইসলাম।

এ সময় রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান বলেন, গণিতের ভীতি দূর করতে প্রথম আলো বেশ কয়েক বছর ধরে এই উৎসবের আয়োজন করে আসছে। এটি নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। আজকের এই গণিতবিদেরাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে পারবে।

প্রশ্নোত্তর পর্বে অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক অধ্যাপক সুব্রত মজুমদার, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আর্কিটেকচার বিভাগের সভাপতি অধ্যাপক ইকবাল মতিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক সালেহ্ হাসান নকীব, রাজশাহী ম্যাথ ক্লাবের সভাপতি মাসুদ রানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহমুদুল হাসান সোহাগ। খাতা দেখার মাঝে জমে ওঠে প্রশ্নোত্তর পর্ব।