পুরোনো পণ্যের বিকল্প বাজার

>রাজধানীতে আছে পুরোনো পণ্যের বিকল্প বাজার। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর ফটকের সামনে বসে এই বাজার। স্বল্প মূল্যে মেলে বিকল ও সচল পুরোনো ইলেকট্রনিক পণ্য। ১০০ থেকে ২ হাজার টাকার মধ্যে এখানে পাওয়া যায় মোবাইল ফোন, ফোনের ব্যাটারি, টিভি, কম্পিউটার মনিটর, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার মেশিন, টিভি রিমোট, ঘড়ি, সাউন্ড সিস্টেম, মাইক্রোফোন ইত্যাদি পণ্য। ছবিগুলো রোববারের।
অনেকেই এখানে যান মার্কেটের তুলনায় কম দামে পণ্য কিনতে।
অনেকেই এখানে যান মার্কেটের তুলনায় কম দামে পণ্য কিনতে।
এখানে পুরোনো ইস্ত্রির দাম পড়বে ৮৫০ টাকা।
এখানে পুরোনো ইস্ত্রির দাম পড়বে ৮৫০ টাকা।
পাওয়া যায় নানা রং ও আকৃতির সস্তা মাইক্রোফোন।
পাওয়া যায় নানা রং ও আকৃতির সস্তা মাইক্রোফোন।
একেকটি নতুন রিমোটের দাম ৫০ থেকে ১২০ টাকা।
একেকটি নতুন রিমোটের দাম ৫০ থেকে ১২০ টাকা।
বিক্রি হয় নষ্ট মোবাইল ফোন। দাম ৭০ থেকে ১০০ টাকা।
বিক্রি হয় নষ্ট মোবাইল ফোন। দাম ৭০ থেকে ১০০ টাকা।
পাওয়া যায় মোবাইল ফোনের পুরোনো ব্যাটারিও।
পাওয়া যায় মোবাইল ফোনের পুরোনো ব্যাটারিও।
১ হাজার ৮০০ টাকা থেকে ২ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে ব্লেন্ডার মেশিন।
১ হাজার ৮০০ টাকা থেকে ২ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে ব্লেন্ডার মেশিন।
এখানে এলে পাওয়া যাবে নানা ধরনের বৈদ্যুতিক তার।
এখানে এলে পাওয়া যাবে নানা ধরনের বৈদ্যুতিক তার।
সাজিয়ে রাখা হয়েছে সব ধরনের মোবাইল ফোনের কভার।
সাজিয়ে রাখা হয়েছে সব ধরনের মোবাইল ফোনের কভার।
পুরোনো সাউন্ড সিস্টেমের দাম ৫০০ থেকে ২ হাজার টাকা।
পুরোনো সাউন্ড সিস্টেমের দাম ৫০০ থেকে ২ হাজার টাকা।