কুমারখালীতে বিষাক্ত রং মিশিয়ে তৈরি হচ্ছিল আইসক্রিম, দুই কারখানা সিলগালা-জরিমানা

স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন সব উপাদান দিয়ে তৈরি হয়েছে এসব আইসক্রিম। কুমারখালী, কুষ্টিয়া, ১৮ ফেব্রুয়ারি। ছবি: প্রথম আলো
স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন সব উপাদান দিয়ে তৈরি হয়েছে এসব আইসক্রিম। কুমারখালী, কুষ্টিয়া, ১৮ ফেব্রুয়ারি। ছবি: প্রথম আলো

বিষাক্ত রং ও রাসায়নিক মিশিয়ে আইসক্রিম তৈরির দায়ে কুষ্টিয়ার কুমারখালীতে দুটি কারখানাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে উপজেলা শহরের সেরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

জরিমানা হওয়া আইসক্রিম কারাখানা দুটি হলো মধু রুচি ও নিউ শাপলা। কারাখানা দুটি সিলগালা করার পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীবুল ইসলাম খান ওই আদালতের নেতৃত্ব দেন।

রাজীবুল ইসলাম খান বলেন, কারখানা দুটিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রংসহ ঘনচিনি, দুধ, আনারস ও কমলার রাসায়নিক মিশিয়ে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। অভিযানের সময় কারখানা দুটির মালিক পলাতক থাকায় চার কর্মচারীকে আটক করা হয় এবং তাৎক্ষণিক তাঁদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৪২ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও জানান, কারাখানা দুটি সিলগালা করে দেওয়ার পাশাপাশি এতে তৈরি বিপুল পরিমাণে আইসক্রিম পানি দিয়ে বিনষ্ট ও প্যাকেট পুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ নূর-এ আলম ও নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আরাফাত আলী উপস্থিত ছিলেন।