বর্ণমেলায় শিশুদের আনাগোনা

বর্ণমেলায় আসা দুই শিশু। ছবি: সাইফুল ইসলাম
বর্ণমেলায় আসা দুই শিশু। ছবি: সাইফুল ইসলাম

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুরু হয়েছে বর্ণমেলা । আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এই আয়োজন শুরু হয়।

ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে শিশুদের সঙ্গে ‘বর্ণমেলা ২০১৯’ উদ্বোধন করেন নাগরিক টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক, কথাসাহিত্যিক আনিসুল হক, অভিনয়শিল্পী মেহ্জাবীন চৌধুরী এবং টেন মিনিটস স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। ছবি: সাইফুল ইসলাম
ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে শিশুদের সঙ্গে ‘বর্ণমেলা ২০১৯’ উদ্বোধন করেন নাগরিক টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক, কথাসাহিত্যিক আনিসুল হক, অভিনয়শিল্পী মেহ্জাবীন চৌধুরী এবং টেন মিনিটস স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। ছবি: সাইফুল ইসলাম

সুরের ধারার শিল্পীদের পরিবেশনায় জাতীয় সংগীতের মাধ্যমে বেলুন উড়িয়ে ‘বর্ণমেলা ২০১৯’ উদ্বোধন করেন নাগরিক টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক, কথাসাহিত্যিক আনিসুল হক, অভিনয়শিল্পী মেহ্জাবীন চৌধুরী এবং টেন মিনিটস স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক।

রং দিয়ে বর্ণে হাতের ছাপ ফেলছে এক শিশু। ছবি: সাইফুল ইসলাম
রং দিয়ে বর্ণে হাতের ছাপ ফেলছে এক শিশু। ছবি: সাইফুল ইসলাম

নতুন প্রজন্মের মধ্যে বাংলা বর্ণ, ভাষা ও ভাষা আন্দোলনের মহিমা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রথম আলো দশমবারের মতো এই আয়োজন করেছে। পৃষ্ঠপোষকতা করছে সার্ফ এক্সেল। সহযোগিতায় রয়েছে, পেপসোডেন্ট, লাইফবয় ও পিওরইট।

নাগরিক টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক, কথাসাহিত্যিক আনিসুল হক, অভিনয়শিল্পী মেহ্জাবীন চৌধুরী এবং টেন মিনিটস স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিকের সঙ্গে শিশুরা। ছবি: সাইফুল ইসলাম
নাগরিক টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক, কথাসাহিত্যিক আনিসুল হক, অভিনয়শিল্পী মেহ্জাবীন চৌধুরী এবং টেন মিনিটস স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিকের সঙ্গে শিশুরা। ছবি: সাইফুল ইসলাম

বর্ণমালা উপলক্ষে সকাল থেকেই শিশুদের আনাগোনায় মুখর হয়ে উঠেছে সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স। বর্ণমালায় থাকা নানা আয়োজনে অংশ নিচ্ছে শিশুরা। অনেক শিশু নিজেদের মতো করে সাজিয়ে এনেছে বাংলা বর্ণ। শিশুদের তৈরি বর্ণের নকশা প্রদর্শন করা হচ্ছে। দোলনায় চড়ছে কেউ কেউ। বর্ণিল রঙে টি-শার্টের নকশা। পুতুল বানানো দেখছে শিশুরা। নিজেরাও বর্ণ তৈরি করছে। রয়েছে প্রথমার বইমেলা, কিআ আর বিজ্ঞানচিন্তা।

বর্ণমেলায় পাপেটের সঙ্গে এক শিশু। ছবি: সাইফুল ইসলাম
বর্ণমেলায় পাপেটের সঙ্গে এক শিশু। ছবি: সাইফুল ইসলাম

বর্ণমেলার অন্যতম আকর্ষণ শিশুদের বর্ণ লেখার উদ্বোধন ‘হাতেখড়ি’। হাতেখড়ি দিতে উপস্থিত আছেন, দেশবরেণ্য কবি, লেখক, শিল্পী, ও শিক্ষাবিদেরা। চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়েছে সকাল সাড়ে ৯টা থেকে। আর সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা শুরু হয়েছে সকাল ১০টা ৪৫ মিনিটে।

বর্ণমেলায় শহীদ মিনারে আয়মান সাদিকের সঙ্গে ফুল দিচ্ছে শিশুরা। ছবি: সাইফুল ইসলাম।
বর্ণমেলায় শহীদ মিনারে আয়মান সাদিকের সঙ্গে ফুল দিচ্ছে শিশুরা। ছবি: সাইফুল ইসলাম।

ঢাকার মেলা মাঠে সার্ফ এক্সেল স্টলে শিশুদের জন্য রাখা টি-শার্টে শিশুরাই রং করে বাড়ি নিয়ে যেতে পারবে। লাইফবয় স্টলে রাখা বাংলা বর্ণগুলো রং করতে পারবে ইচ্ছেমতো। হাতে রং লেগে গেলে হাত ধোবে লাইফবয় হ্যান্ডওয়াশ দিয়ে। ওই স্টলেই রাখা আছে, বাংলাদেশ ক্রিকেট দলের কাটআউট। সেখানে দাঁড়িয়ে তুলতে পারবে ছবি। আর পিওরইট স্টলে রয়েছে বিশুদ্ধ পানি পানের সুব্যবস্থা।

বর্ণের ওপর নিজের মতো রংতুলি দিয়ে আঁকছে শিশুরা। ছবি: সাইফুল ইসলাম
বর্ণের ওপর নিজের মতো রংতুলি দিয়ে আঁকছে শিশুরা। ছবি: সাইফুল ইসলাম

এ ছাড়া দিনভরের এই আয়োজনে ঢাকার মঞ্চে শিশুদের জন্য এসেছে সিসিমপুরের জনপ্রিয় চরিত্র হালুম, টুকটুকি, ইকরি ও শিকু। রয়েছে মজার পুতুলনাচ, জাদু প্রদর্শন। বিভিন্ন স্কুলের অংশগ্রহণে রয়েছে সাংস্কৃতিক আয়োজন। ১৩টি দেশের গান নিয়ে নৃত্যালেখ্য ‘বাজাও বিশ্ববীণা’ মঞ্চস্থ করবে ভঙ্গিমা ডান্স থিয়েটার। অন্যান্য আয়োজনের সঙ্গে আরও রয়েছে ‘জলের গান’-এর পরিবেশনা।

আঁকছে এক শিশু। ছবি: সাইফুল ইসলাম
আঁকছে এক শিশু। ছবি: সাইফুল ইসলাম

দিনের বিভিন্ন সময়ে ঢাকার বর্ণমেলার এই আয়োজন সরাসরি দেখা যাচ্ছে নাগরিক টেলিভিশনে, প্রথম আলোর ওয়েবসাইট (www.prothomalo.com) ও ফেসবুক পেজে (facebook.com/dailyprothomalo)।

অনেক শিশু নিজেদের মতো করে সাজিয়ে এনেছেন বাংলা বর্ণ। তাই দেখছে এক শিশু। ছবি: সাইফুল ইসলাম
অনেক শিশু নিজেদের মতো করে সাজিয়ে এনেছেন বাংলা বর্ণ। তাই দেখছে এক শিশু। ছবি: সাইফুল ইসলাম

ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও রাজশাহীতে অনুষ্ঠিত হচ্ছে বর্ণমেলা। চট্টগ্রামের নাসিরাবাদ স্কুলের মাঠে সকাল ৯টায় রক্তকরবীর শিল্পীদের পরিবেশনায় জাতীয় সংগীতের মাধ্যমে বেলুন উড়িয়ে বর্ণমেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের পরিচালক চিত্রশিল্পী শায়লা শারমিন। ছবি আঁকা, হাতের লেখা, আদিবাসী ও স্থানীয় সংগঠন বোধন, অভ্যুদয়-এর পরিবেশনা রয়েছে। এ ছাড়া রয়েছে বাউলশিল্পী মানস পাল, আল তুষির গান এবং প্রাপন একাডেমির দলীয় নৃত্যসহ আরও নানা আয়োজন।

একই সময়ে রাজশাহী কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের মাঠে জয় বাংলা সাংস্কৃতিক গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় জাতীয় সংগীতের মাধ্যমে বেলুন উড়িয়ে বর্ণমেলার উদ্বোধন করেন রাজশাহী শিল্পকলা একাডেমির জেলা সাংস্কৃতিক কর্মকর্তা ও নাট্যকার আসাদ সরকার। রয়েছে ছবি আঁকা, হাতের লেখা, জাদু, গানসহ নানা আকর্ষণীয় আয়োজন।