সাংবাদিকের বাড়িতে দুর্বৃত্তের গুলি

কক্সবাজারের চকরিয়া পৌরসভার নাথপাড়া এলাকায় এক সাংবাদিকের বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত না হলেও বসতঘরের জানালার কাচ ভেঙে গেছে। গতকাল সোমবার ভোর চারটার দিকে দৈনিক কালের কণ্ঠ ও আজাদীর চকরিয়া প্রতিনিধি ছোটন কান্তি নাথের বসতঘরে এ ঘটনা ঘটে।

সাংবাদিক ছোটন কান্তি নাথ প্রথম আলোকে বলেন, ‘সোমবার ভোর চারটার দিকে কয়েকজন দুর্বৃত্ত বাড়িতে ঢোকার চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা আমার শোবার কক্ষ লক্ষ্য করে তিনটি গুলি করে। এতে জানালার কাচ ভেঙে যায়। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।’

ছোটন বলেন, সম্প্রতি কিছু দুর্নীতি ও অনিয়মের সংবাদ পরিবেশন করলে কয়েকজন প্রভাবশালী ক্ষিপ্ত হন। দুর্বৃত্তরা তাঁদের অনুসারী কি না, তা খতিয়ে দেখা দরকার।

গতকাল সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মোহাম্মদ মতিউল ইসলাম ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী।

ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, গুরুত্ব দিয়ে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।