জয়পুরহাটে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

জয়পুরহাটে হত্যা মামলার রায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেকের ২০ হাজার টাকা করে জরিমানা এবং জরিমানার টাকা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলায় অপর পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

গতকাল সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ বেগম মমতাজ পারভীন ওই রায় ঘোষণা করেন। মামলায় রাষ্ট্রপক্ষের ১১ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

সাজাপ্রাপ্ত ওই তিনজন হলেন ক্ষেতলাল উপজেলার হিন্দা কসবা গ্রামের দিলবর রহমান (৩৫) ও মোশারফ হোসেন (৪০) এবং হিন্দাশাহী পাড়া গ্রামের সিদ্দিক হোসেন (৫০)। রায়ের ঘোষণার পর তাঁদের পুলিশের কড়া পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার আরজি ও আদালত সূত্রে জানা গেছে, ক্ষেতলাল উপজেলার হিন্দা বজর বরাহী গ্রামের ভটভটিচালক গোলাম রব্বানীকে (৩২) ২০১৩ সালের ৪ জুলাই রাতে শুনীরপুকুরপাড়ে গলা কেটে হত্যা করা হয়।

এ ঘটনায় তাঁর বাবা মোফাজ্জল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ক্ষেতলাল থানায় হত্যা মামলা করেন।

পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে দিলবর রহমান, মোশারফ হোসেন ও সিদ্দিক হোসেন বিচারিক হাকিম আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারার জবানবন্দি দেন।

সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।