সূর্যমুখীর হাসি

>সিলেটে বাণিজ্যিকভাবে সূর্যমুখী ফুল চাষে চাষিদের আগ্রহ বাড়ছে। বাড়ছে সূর্যমুখী তেলের চাহিদা, তাই সম্প্রসারিত হচ্ছে সূর্যমুখীর খেত। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার এলাকার আনসার আহমদ নামের এক চাষি এক বিঘা জমিতে প্রথমবারের মতো সূর্যমুখী ফুলের চাষ করেছেন। প্রথমবার বীজ রোপণে সূর্যমুখী ফুলের ফলনও ভালো হয়েছে। সূর্যমুখীর ফলনে সন্তুষ্ট তিনি। ভবিষ্যতে তিনি আরও বৃহৎ পরিসরে সূর্যমুখীর চাষ করবেন বলে আশা প্রকাশ করলেন। সূর্যমুখীর চাষ বৃদ্ধি পেলে অনাবাদি জমির পরিমাণ কমবে।
বাণিজ্যিকভাবে সূর্যমুখী ফুল চাষে চাষিদের আগ্রহ বাড়ছে। খেতজুড়ে সূর্যমুখী ফুলের হাসিতে মন জুড়িয়ে যায়।
বাণিজ্যিকভাবে সূর্যমুখী ফুল চাষে চাষিদের আগ্রহ বাড়ছে। খেতজুড়ে সূর্যমুখী ফুলের হাসিতে মন জুড়িয়ে যায়।
সূর্যমুখী বাগানের যত্ন নিচ্ছেন আনসার আহমদ। এবার তিনি প্রথমবারের মতো এক বিঘা জমিতে সূর্যমুখীর চাষ করেছেন।
সূর্যমুখী বাগানের যত্ন নিচ্ছেন আনসার আহমদ। এবার তিনি প্রথমবারের মতো এক বিঘা জমিতে সূর্যমুখীর চাষ করেছেন।
বাড়ছে সূর্যমুখী তেলের চাহিদা, তাই সম্প্রসারিত হচ্ছে সূর্যমুখীর খেত।
বাড়ছে সূর্যমুখী তেলের চাহিদা, তাই সম্প্রসারিত হচ্ছে সূর্যমুখীর খেত।
খেতের সূর্যমুখী হাসি ফুটিয়েছে কৃষক আনসার আহমদের মুখে।
খেতের সূর্যমুখী হাসি ফুটিয়েছে কৃষক আনসার আহমদের মুখে।
ফুলের খেতে ছোট্ট চড়ুই পাখি।
ফুলের খেতে ছোট্ট চড়ুই পাখি।
এই ফুলের বিচি থেকে তৈরি হবে তেল।
এই ফুলের বিচি থেকে তৈরি হবে তেল।