৯৯৯-এ কল, শিশু উদ্ধার

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে তিন মাসের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শেখটোলা এলাকা থেকে ওই শিশুকে উদ্ধার এবং জান্নাতুন বেগম (৪২) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রনি সাহা জানান, ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে দুপুর একটার দিকে শিবগঞ্জ থানা-পুলিশের একটি দল শেখটোলা গ্রামে জান্নাতুন বেগমের বাড়ি থেকে তিন মাস বয়সী একটি কন্যাশিশুসহ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। জান্নাতুন শিবগঞ্জ পৌর এলাকার আলিমডাঙ্গা গ্রামের আবদুর রহিমের সাবেক স্ত্রী।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জান্নাতুন বলেছেন যে তাঁর সঙ্গে পূর্ব পরিচিত ঢাকার আশুলিয়ায় কর্মরত এক গার্মেন্টস কর্মী শিশুটিকে লালন-পালন করার জন্য গত রোববার তাঁর কাছে দেন। এ ঘটনায় ঢাকা থেকে পুলিশের একটি দল শিবগঞ্জ যাচ্ছে। তাঁরা পৌঁছালে বিস্তারিত জানা যাবে। জান্নাতুন বেগমকে তাঁদের হাতে সোপর্দ করা হবে। তাঁর বিরুদ্ধে ওই শিশুটিকে অপহরণের অভিযোগ রয়েছে।