ফুলগাজীতে মিলল মর্টার শেল

ফেনীর ফুলগাজীতে আজ শুক্রবার সকালে একটি পুকুর সংস্কারের জন্য মাটি কাটার সময় একটি মর্টার শেল দেখতে পান স্থানীয় লোকজন। এটি মুক্তিযুদ্ধের সময়কালের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মর্টার শেলটি আপাতত পুলিশের পাহারায় রাখা হয়েছে।

পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের সূত্রে জানা যায়, সকালে উপজেলার সদর ইউনিয়নের কিসমত বাসুড়া গ্রামে আবদুর রউফ মিয়ার একটি পুকুর সংস্কারের জন্য মাটি কাটার সময় শ্রমিকদের কোদালের সঙ্গে লোহাজাতীয় ধাতব কিছুর আঘাত লাগে। পরে বাড়ির লোকজন তা মর্টার শেল হিসেবে শনাক্ত করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ফুলগাজী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনকে এটা নিয়ে নাড়াচাড়া না করার পরামর্শ দেয়।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুতুব উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এটি মুক্তিযুদ্ধের সময়কার হতে পারে। এটি পুলিশের পাহারায় রাখা হয়েছে।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জানান, বিষয়টি শোনার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এটি উদ্ধারের জন্য সেনাসদস্যদের খবর দেওয়া হয়েছে।