সুমা-মনিরার নেতৃত্বে সুফিয়া কামাল হলে স্বতন্ত্র প্যানেল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল সংসদের নির্বাচনের অংশ নিতে ৯ সদস্যের স্বতন্ত্র প্যানেল ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ছাত্রী তানজিনা আক্তার সুমাকে সহসভাপতি (ভিপি), দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ছাত্রী মনিরা শারমিনকে সাধারণ সম্পাদক(জিএস) ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আরেক ছাত্রী লুৎফুন্নাহারকে সহসাধারণ সম্পাদক (এজিএস) করে এই প্যানেল গঠিত হয়েছে।

স্বতন্ত্র এই প্যানেলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কবি সুফিয়া কামাল হলের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে তাঁদের সমস্যা সমাধানে রাজনৈতিক বলয়ের বাইরে থেকে হলের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের সমন্বয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন তাঁরা।

এই প্যানেল থেকে কবি সুফিয়া কামাল হল সংসদে অন্য প্রার্থীরা হলেন সাহিত্য সম্পাদক পদে শারমিলি জাহান প্রমি, সংস্কৃতি সম্পাদক পদে দ্যুতি অরণ্য চৌধুরী, পাঠকক্ষ সম্পাদক পদে অর্পিতা শ্যামাদেব, বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে ইসরাত জাহান, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে ইসরাত ইসলাম ও সমাজসেবা সম্পাদক পদে রিপা কুন্ডু।

নির্বাচিত হলে হলের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের অঙ্গীকার ব্যক্ত করেছেন এই প্যানেলের প্রার্থীরা।