সনদ নেই তবু তিনি এমবিবিএস চিকিৎসক

মেডিকেল কলেজে পাসের সনদ নেই। নেই বিএমডিসির নিবন্ধন। তবু তিনি চিকিৎসক। নিজের নামের সঙ্গে ‘এমবিবিএস’ জুড়ে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন তিনি। গত শুক্রবার পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।

পাবনার চাটমোহর উপজেলার পাশডাঙ্গা ইউনিয়নের মহেলা বাজার থেকে শরিফুল ইসলাম নামের ওই ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি পাবনা শহরের রাধানগর মহল্লায়। তিনি দীর্ঘদিন ধরে চাটমোহর ও ভাঙ্গুড়ার বিভিন্ন ফার্মেসিতে বসে রোগীদের ব্যবস্থাপত্র দিয়ে আসছিলেন।

চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম জানান, ভুয়া চিকিৎসক শরিফুল নিজের নামের সঙ্গে এমবিবিএস, পিজিটি (মেডিসিন) ও সিএমইউ ডিগ্রি জুড়ে দিয়ে বিভিন্ন এলাকায় রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন। গোপন খবরের ভিত্তিতে মহেলা বাজারের বিসমিল্লাহ ফার্মেসি নামের একটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে। গতকাল শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।