৩ হাজার মণ পচা খেজুর জব্দ

>পুরান ঢাকার সোয়ারীঘাটের চান সরদার কোল্ড স্টোরেজে র‍্যাব-৩, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন যৌথভাবে অভিযান চালিয়েছে । আজ রোববার র‍্যাবের নির্বাহী হাকিম সারওয়ার আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে এখান থেকে ৩ হাজার মণ মেয়াদোত্তীর্ণ খেজুর, ২৬৫ মণ লবঙ্গ, ২০ মণ পচে যাওয়া আমদানি করা ফল এবং ৮০ মণ বরই জব্দ করা হয়। প্রতিষ্ঠানটিকে ৩৫ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
আমদানি করা এই খেজুরের মেয়াদ শেষ হয়েছে বেশ কয়েক মাস আগে।
আমদানি করা এই খেজুরের মেয়াদ শেষ হয়েছে বেশ কয়েক মাস আগে।
কোল্ড স্টোরেজে রয়েছে এমন অনেক পচা পিচ ফল ও আঙুর।
কোল্ড স্টোরেজে রয়েছে এমন অনেক পচা পিচ ফল ও আঙুর।
নষ্ট হয়ে যাওয়া ২৬৫ মণ লবঙ্গ জব্দ করা হয়েছে।
নষ্ট হয়ে যাওয়া ২৬৫ মণ লবঙ্গ জব্দ করা হয়েছে।
কোল্ড স্টোরেজে মজুত করা হয়েছে মেয়াদোত্তীর্ণ খেজুর।
কোল্ড স্টোরেজে মজুত করা হয়েছে মেয়াদোত্তীর্ণ খেজুর।
অনেক দিন ধরে পড়ে থাকা মাছ।
অনেক দিন ধরে পড়ে থাকা মাছ।