মনোনীত প্রার্থীদের ঘিরে উচ্ছ্বাস, বঞ্চিতদের 'বিদ্রোহের' প্রস্তুতি

ময়মনসিংহ সদর উপজেলায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আশরাফ হোসাইন। গতকাল ঢাকা থেকে ময়মনসিংহে ফেরার সময় নেতা-কর্মীরা তাঁকে বরণ করে মহড়া দেন।  প্রথম আলো
ময়মনসিংহ সদর উপজেলায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আশরাফ হোসাইন। গতকাল ঢাকা থেকে ময়মনসিংহে ফেরার সময় নেতা-কর্মীরা তাঁকে বরণ করে মহড়া দেন। প্রথম আলো

আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় নির্বাচনী উত্তাপ শুরু হয়েছে। মনোনীত প্রার্থীদের ঘিরে একদিকে চলছে কর্মী–সমর্থকদের উচ্ছ্বাস, পাশাপাশি কয়েকটি উপজেলায় আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিতদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের আভাস মিলেছে।

গত শুক্রবার রাতে ময়মনসিংহের ১১টি উপজেলার আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণা করা হয়। ১৩টি উপজেলার মধ্যে তারাকান্দা ছাড়া ১২টি উপজেলায় ৩১ মার্চ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ সোমবার প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
ভারত সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাসের পক্ষে গতকাল দুপুরে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। একই উপজেলায় মনোনয়নবঞ্চিত কমপক্ষে তিনজন প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তাঁরা হলেন ধোবাউড়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মজনু মৃধা, ধোবাউড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ডেভিড রানা চিসিম ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে ডেভিড রানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। পরে তাঁর সমর্থকেরা উপজেলা সদরে মোটরসাইকেল শোভাযাত্রা করেন। বর্তমান চেয়ারম্যান মজনু মৃধা গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, ‘শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে পরামর্শ করেছি। সবাই নির্বাচনে অংশ নেওয়ার কথা বলেছেন।’ মজনু মৃধা গত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন।

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান। মনোনয়নবঞ্চিত আতাউল করিম রাসেল স্বতন্ত্র প্রার্থী হবেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।
আতাউল করিমের মুঠোফোনে ফোন করা হলে তাঁর একজন কর্মী ফোন ধরেন। তিনি আতাউল করিমের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি জানান।

মুক্তাগাছায় আওয়ামী লীগের প্রার্থী বিল্লাল হোসেন সরকারের পক্ষে গতকাল দুপুরে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি উপজেলার মনতলা বাজার থেকে উপজেলা সদর পর্যন্ত প্রদক্ষিণ করে। একটি খোলা জিপে করে বিল্লাল হোসেন সরকারও শোভাযাত্রায় অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ত্রিশাল উপজেলায় আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় ইকবাল হোসেনকে গত শনিবার বিকেলে সংবর্ধনা দেওয়া হয়। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে সমর্থন জানান।

ত্রিশাল উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়তে পারেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সাবেক সাংসদ আবদুল মতিন সরকার। আবদুল মতিন সরকার ২০০১ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সাংসদ নির্বাচিত হন। তিনি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়নবঞ্চিত হওয়ার পর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।

আবদুল মতিন সরকারের মুঠোফোন গতকাল বন্ধ পাওয়া যায়। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন নেতা জানান, ‘আবদুল মতিন সরকার অথবা অন্য কেউ স্বতন্ত্র প্রার্থী হবেন। আজ (গতকাল রোববার) একটি সভার পর তা চূড়ান্ত হবে।’
ময়মনসিংহ সদর উপজেলায় আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় আশরাফ হোসাইনের নেতা-কর্মীরা গতকাল ময়মনসিংহ শহরে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। আশরাফ হোসাইনের পক্ষে গতকাল নেতা-কর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।