আলামত তছরুপের অভিযোগে ওসি প্রত্যাহার

আলামত তছরুপের অভিযোগে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হককে প্রত্যাহার করা হয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের নির্দেশে আজ মঙ্গলবার বিকেলে তাঁকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও-২) সাজ্জাদ রোমন এই তথ্য নিশ্চিত করেছেন। 

সাজ্জাদ রোমন প্রথম আলোকে বলেন, রূপগঞ্জ থানার ওসি মো. আব্দুল হক আড়াইহাজারে দায়িত্বপালনের সময় আলামত তছরুপ করায় প্রশাসনিক কারণে তাঁকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তাঁর পরিবর্তে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) মাহমুদুল দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, প্রশাসনিক কারণে আব্দুল হককে প্রত্যাহার করা হয়েছে।

এর আগে গত বছরের ১৩ ডিসেম্বর নির্বাচন কমিশনের নির্দেশে রূপগঞ্জ থানার ওসি মো. মনিরুজ্জামানকে প্রত্যাহার করে তাঁর জায়গায় আড়াইহাজার থানার ওসি আব্দুল হককে দায়িত্ব দেওয়া হয়েছিল।