কুমিল্লার মামলায় খালেদা জিয়ার ৬ মাসের জামিন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি

কুমিল্লায় বাস পুড়িয়ে মানুষ হত্যার অভিযোগে করা মামলায় ছয় মাসের জামিন পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। 

জামিন চেয়ে খালেদা জিয়ার করা আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।


খালেদার এক আইনজীবী জানান, এই মামলায় জামিন হলেও অন্য মামলা থাকায় খালেদা জিয়া এখনই মুক্তি পাচ্ছেন না।

তবে হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।

ওই মামলায় গত ৪ ফেব্রুয়ারি কুমিল্লার আদালত খালেদার জামিন নামঞ্জুর করেন। এরপর ২৭ ফেব্রুয়ারি খালেদা জিয়া জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। এর ওপর গতকাল শুনানি শেষে আজ আদালত জামিন মঞ্জুর করে আদেশ দেন।

আইনজীবী সূত্র বলেছে, ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপে আট যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মামলায় হয়। একটি বিশেষ ক্ষমতা আইনের মামলা, অপরটি হত্যা মামলা।