হাঁটার 'সঙ্গ' থেকে 'সংঘ'

>প্রতিদিন ভোরে হাঁটার অভ্যাস মো. জসীম উদ্দিনের। হাঁটতে হাঁটতে চলত ব্যায়ামও। ভোরবেলা একা একা হাঁটছেন দেখে তাঁকে সঙ্গ দেন তাঁরই দপ্তরের কয়েকজন। দেখাদেখি আরও লোকজন সঙ্গী হন। এভাবে ৩৩ জন হলে শরীরচর্চাভিত্তিক একটি সংগঠন করা হয়। নাম ‘আমরা সবুজ সংঘ’। হাঁটার ‘সঙ্গ’ থেকে ‘সংঘ’ (সংগঠন) গড়ার এই উদ্যোগ হবিগঞ্জের বাহুবল উপজেলায়। যাঁর হাঁটার সঙ্গ দিতে গিয়ে সংগঠন প্রতিষ্ঠা, তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জসীম উদ্দিন। গত বছরের ১৬ অক্টোবরে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। দুই সপ্তাহের মাথায় ৩০ অক্টোবর বাহুবলে ১০০ বৃক্ষ রোপণের মধ্য দিয়ে সংগঠনটির যাত্রা শুরু। নিয়ম করে ভোরবেলা হাঁটাসহ শারীরচর্চা চলে সাংগঠনিক বিধি মেনে। ৩৩ থেকে এখন ২০০ জনে গিয়ে দাঁড়িয়েছে সদস্য সংখ্যা। ৩১ জানুয়ারি হাঁটার শততম দিন উদ্‌যাপন করে সংগঠনটি।
প্রতিদিন ভোরে হাঁটার অভ্যাস তাঁদের।
প্রতিদিন ভোরে হাঁটার অভ্যাস তাঁদের।
৩৩ জনের দল হলে গঠন করা হয় শরীরচর্চাভিত্তিক সংগঠন ‘আমরা সবুজ সংঘ’।
৩৩ জনের দল হলে গঠন করা হয় শরীরচর্চাভিত্তিক সংগঠন ‘আমরা সবুজ সংঘ’।
১০০টি বৃক্ষ রোপণের মধ্য দিয়ে সংগঠনের যাত্রা শুরু হয়।
১০০টি বৃক্ষ রোপণের মধ্য দিয়ে সংগঠনের যাত্রা শুরু হয়।
হাঁটার সঙ্গ থেকে ‘সংঘ’ (সংগঠন) গড়ার এই উদ্যোগ হবিগঞ্জের বাহুবলে।
হাঁটার সঙ্গ থেকে ‘সংঘ’ (সংগঠন) গড়ার এই উদ্যোগ হবিগঞ্জের বাহুবলে।
৩১ জানুয়ারি হাঁটার শততম দিন উদ্‌যাপন করা হয়।
৩১ জানুয়ারি হাঁটার শততম দিন উদ্‌যাপন করা হয়।
দিন দিন সঙ্গী-সাথি বাড়ায় গঠন করতে হয়েছে সংগঠনের শাখা কমিটি।
দিন দিন সঙ্গী-সাথি বাড়ায় গঠন করতে হয়েছে সংগঠনের শাখা কমিটি।
নিজেদের সুস্থ-সবল রাখার সচেতনতা তৈরি হয়েছে আমরা সবুজ সংঘের মাধ্যমে।
নিজেদের সুস্থ-সবল রাখার সচেতনতা তৈরি হয়েছে আমরা সবুজ সংঘের মাধ্যমে।