শপথ নিয়ে সংসদ অধিবেশনে সুলতন মনসুর

সুলতান মোহাম্মদ মনসুর
সুলতান মোহাম্মদ মনসুর

জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েই জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন ধানের শীষ প্রতীক নিয়ে গণফোরাম থেকে নির্বাচিত সাংসদ সুলতান মোহাম্মদ মনসুর। ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত হন তিনি।

গত ৩ জানুয়ারি নবনির্বাচিত সাংসদদের শপথ অনুষ্ঠিত হয়। তবে সে সময় শপথ নেননি সুলতান মনসুর। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বৃহস্পতিবার সকালে শপথ নেন তিনি। এর কয়েক ঘণ্টা পরই তাঁকে দল থেকে বহিষ্কার করে গণফোরাম।

সন্ধ্যা সাড়ে ছয়টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় জাতীয় সংসদের বৈঠক। এতে যোগ দেন সুলতান মনসুর। স্পিকারের আসনের বাঁ পাশে বিরোধী দলের আসনের দ্বিতীয় সারিতে সুলতান মনসুরকে আসন দেওয়া হয়।

এর আগে শপথ নেওয়ার পর গণফোরাম নেতা সুলতান মোহাম্মদ মনসুর বলেছেন, দলের শীর্ষ নেতাকে জানিয়েই তিনি শপথ নিয়েছেন।

এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং জনগণের সঙ্গে প্রতারণা করার অভিযোগে বৃহস্পতিবার বিকেলে গণফোরাম থেকে সুলতান মনসুরকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়া হয় তাঁকে। গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই বহিষ্কারাদেশের কথা জানান দলটির সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু।