সুফিয়া কামাল হলের স্বতন্ত্র প্যানেলের নির্বাচন বর্জন

বেগম সুফিয়া কামাল হলের হল সংসদ নির্বাচনের স্বতন্ত্র সুমা মুনিরা প্যানেল নির্বাচন বর্জন করেছে। এই প্যানেলের জিএস প্রার্থী মুনিরা শারমিন প্রথম আলোকে বলেন, সকাল থেকেই তাঁরা ভোট গ্রহণ প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের অসংগতি খেয়াল করেছেন।

আজ সোমবার বেলা পৌনে ২টার দিকে সুফিয়া কামাল হলের সামনে সংবাদ সম্মেলনে মুনিরা শারমিন এ কথা জানান।

মুনিরা শারমিন বলেন, প্রথম বর্ষের এক শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরার কাছে সব ধরনের কাগজ ছিল। অথচ সে যখন ভোট দিতে যায়, তাঁকে বলা হয় তাঁর ভোট দিয়ে দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, তিনি যখন ভোট দিতে যান দেখেন, পাশের বুথে দুজন কর্মচারী মিলে ভোট দিচ্ছেন। বিষয়টি তিনি উপস্থিত শিক্ষকদের জানালে তাঁর সেখান থেকে তাঁকে চলে যেতে বলেন।

মুনিরা শারমিন বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে তাঁরা ভোট কারচুপির খবর পাচ্ছেন। এই পরিস্থিতিতে তাঁরা ভোট বর্জন করেছেন।