আনসারুল্লাহ বাংলা টিমের দুজন গ্রেপ্তার

নরসিংদীর পলাশ উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম) দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে র‌্যাব-১১। গ্রেপ্তার দুজন হলেন গাজীপুরের কাপাসিয়ার মোহাম্মদ শিহাব উদ্দিন ওরফে সৌরভ (২৪) ও বরিশালের উজিরপুরের মাহাদী হাসান ওরফে মেহেদী হাসান ওরফে রাশেদুল ইসলাম ওরফে রাশেদ (২২)।

আজ শনিবার ভোরে অভিযান চালিয়ে র‌্যাব তাঁদের গ্রেপ্তার করে। র‌্যাব-১১–এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়। র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তারের সময় দুজনের কাছ থেকে ল্যাপটপ, ‘উগ্রবাদী’ বই এবং ‘জঙ্গিবাদী’ লিফলেট উদ্ধার হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আলেপ উদ্দিন বলেন, মোহাম্মদ শিহাব উদ্দিন ওরফে সৌরভ ২০১৬ সাল থেকে নরসিংদীর পলাশে একটি বেসরকারি কোম্পানিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। তিনি ২০১৩ সালে অধ্যয়নরত অবস্থায় জসিম উদ্দীন রাহমানির বক্তৃতা শুনে উগ্রবাদী চেতনায় উদ্বুদ্ধ হন।