বঙ্গবন্ধুর জন্মদিনে সিআরআইয়ের নানা আয়োজন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশুদিবস উপলক্ষে সিআরআই আয়োজিত অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় শিশু-কিশোরেরা। ছবি: সিআরআই
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশুদিবস উপলক্ষে সিআরআই আয়োজিত অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় শিশু-কিশোরেরা। ছবি: সিআরআই

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন এবং জাতীয় শিশুদিবস উপলক্ষে আজ রোববার বঙ্গবন্ধুকে নিয়ে কমিকস ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে শিশু-কিশোরদের জন্য আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় শতাধিক শিশু। প্রতিযোগিতা শেষে কমিক ও নন-কমিক এ দুই ক্যাটাগরিতে ৩ জন করে মোট ৬ জনকে পুরস্কার দেওয়া হয়।

আজ ধানমন্ডি ৩২ নম্বর রোডে ঢোকার মুখে উন্মুক্ত স্থানে সিআরআই আয়োজন করে ‘পাপেট শো’। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বেড়াতে আসা দর্শনার্থী, পথচারী এবং কমিকস প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগীরা এটি উপভোগ করে।

পুরস্কার বিতরণ করেন অভিনেত্রী জয়া আহসান ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি: সিআরআই
পুরস্কার বিতরণ করেন অভিনেত্রী জয়া আহসান ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি: সিআরআই

আজ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের অডিটোরিয়ামে প্রদর্শন করা হয় ডকুড্রামা ‘হাসিনা: এ ডটারস টেল’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তাঁর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানার জীবনসংগ্রাম নিয়ে তৈরি করা হয়েছে এই ডকুড্রামা।

বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের আলোকে শিশু-কিশোরদের কাছে বঙ্গবন্ধুকে পরিচিত করতে সিআরআইয়ের অনন্য এক উদ্যোগ গ্রাফিক নোভেল ‘মুজিব’। এটি মোট ১২ খণ্ডে প্রকাশ করা হবে। এই গ্রাফিক নোভেলের ষষ্ঠ খণ্ডের মোড়ক উন্মোচন করা হয় আজ জাতীয় শিশু দিবসে। বাংলায় এর আগে ৫ খণ্ড প্রকাশ করা হয়েছে। এ ছাড়া জাপানি ও ইংরেজি ভাষায় গ্রাফিক নোভেল অনুবাদ করা হয়েছে। এদিকে মোড়ক উন্মোচনের পর প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় গ্রাফিক নোভেল ‘মুজিব’-এর ষষ্ঠ খণ্ড।

আঁকছে এক প্রতিযোগী। ছবি: সিআরআই
আঁকছে এক প্রতিযোগী। ছবি: সিআরআই

শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সিআরআইয়ের এই আয়োজন প্রসঙ্গে সংস্থাটির নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস বলেন, ‘জাতীয় শিশু দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে শিশু-কিশোরদের মাঝে তাদের মতো করে বঙ্গবন্ধুকে উপস্থাপনের চেষ্টা করেছি আমরা। আশা করছি এ ধরনের উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে শিশু-কিশোরেরা বঙ্গবন্ধু সম্পর্কে জানতে আরও আগ্রহী হবে।’ বিজ্ঞপ্তি