'নিজের সিরিয়ালের অপেক্ষা করুন'

রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে বাসচাপায় শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদ করছেন শিক্ষার্থীরা। ছবি: আবদুস সালাম
রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে বাসচাপায় শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদ করছেন শিক্ষার্থীরা। ছবি: আবদুস সালাম

একে একে সড়ক দুর্ঘটনায় ঝরছে প্রাণ। এরপর কে? সড়ক দুর্ঘটনায় নিহত আবরার আহমেদ চৌধুরীর (২০) সহপাঠীদের প্রশ্ন এটা। আবরারের সহপাঠীরা জানতে চেয়েছেন এটা 'কয়লার রাস্তা না রক্তের রাস্তা'। নানা প্ল্যাকার্ড নিয়ে তাঁরা এর প্রতিবাদ করছেন।

রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে বাস চাপায় শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনা শিক্ষার্থীদের মনে নাড়া দিয়েছে। জেব্রা ক্রসিংয়ের মধ্যে আবরারের রক্তের দাগের দুই পাশে দুইজন শুয়ে প্রতিবাদ করছেন। একজনের পাশে প্ল্যাকার্ডে লেখা 'নিজের সিরিয়ালের অপেক্ষা করুন।' আরেকজনের প্ল্যাকার্ডে লেখা 'আর কত প্রাণ নিবি'।

সকাল সাড়ে সাতটার দিকে যমুনা ফিউচার পার্কের সামনে সুপ্রভাত পরিবহন নামের একটি বাসের চাপায় এক শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় বাসচালককে আটক করেছে পুলিশ।

জেব্রা ক্রসিংয়ের মধ্যে আবরারের রক্তের দাগের দুই পাশে দুইজন শুয়ে প্রতিবাদ করছেন। ছবি: নাসরিন আকতার
জেব্রা ক্রসিংয়ের মধ্যে আবরারের রক্তের দাগের দুই পাশে দুইজন শুয়ে প্রতিবাদ করছেন। ছবি: নাসরিন আকতার

পুলিশ জানায়, নিহত শিক্ষার্থীর নাম আবরার আহমেদ চৌধুরী (২০)। তাঁর বাবা আরিফ আহমেদ চৌধুরী। আবরার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনার পর যমুনা ফিউচার পার্কের সামনের রাস্তা অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী।

বিইউপির ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র মো নাজমুল ইসলাম, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র রুবেল মিয়া প্ল্যাকার্ডগুলো নিয়ে শুয়ে আছেন। আরেকজন সাদা কাপড়ে রক্ত রাঙিয়ে শুয়ে রয়েছেন।

শাতিল হাসান নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের বারবার আশ্বস্ত করা হয়। আমরা আর মানছি না। আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

সকাল সাড়ে সাতটার দিকে যমুনা ফিউচার পার্কের সামনে সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন আবরার। বিকাল সাড়ে তিনটা পর্যন্ত বসুন্ধরা আবাসিক এলাকার প্রবেশমুখে প্রগতি সরণিতে অবস্থান নিয়েছেন বিইউপি, নর্থ সাউথ, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, তিতুমীর কলেজসহ আশপাশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।