১৮ বছর পর রায়ে চারজনের মৃত্যুদণ্ড

আইন ও বিচার
আইন ও বিচার

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় দুই ভাইকে হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে ময়মনসিংহের বিশেষ জজ আদালতের বিচারক মো. এহসানুল হক এ আদেশ দেন। মামলার ১৮ বছর পর আজ বুধবার রায় ঘোষণা করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন তারাকান্দা উপজেলার রামচন্দ্রপুরের লিয়াকত আলী (৫৫), লিয়াকত আলীর ছেলে আনোয়ার হোসেন (৩৫), আবুল কাসেম (৫০) ও হোসেন আলী (৬২)। রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ আবুল হাসেম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে জেলার তারাকান্দা উপজেলার কোদালধর এলাকায় ২০০১ সালের ৪ আগস্ট দুপুরে ধারালো রাম দা ও বল্লমের আঘাতে আসামিরা দুই ভাই আবদুর রশিদ ও গিয়াস উদ্দিনকে হত্যা করে পালিয়ে যান। পরে ৪ আগস্ট নিহত দুজনের আরেক ভাই আবদুল খালেক বাদী হয়ে তারাকান্দা থানায় ২২ জনের নামে মামলা করেন। বিভিন্ন জায়গা থেকে ২২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে চার আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।