দুই সাংসদকে এলাকা ছাড়ার নির্দেশ

নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন

জাতীয় সংসদের নড়াইল-১ আসনের সরকার দলীয় সাংসদ বি এম কবিরুল হক ও রাজবাড়ী-২ আসনের সরকারদলীয় সাংসদ জিল্লুল হাকিমকে এলাকার ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। উপজেলা নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করার দায়ে ইসি এই নির্দেশ দিয়েছে।

গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত দুটি পৃথক চিঠিতে সই করেন ইসি সচিবালয়ের উপসচিব আতিয়ার রহমান। ইসি সচিবালয় সূত্র জানায়, চিঠি দুটি সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে কবিরুল হক ও জিল্লুল হাকিমকে আজ বুধবারের মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠি থেকে জানা যায়, কবিরুল হক ও জিল্লুল হাকিম নিজ নিজ উপজেলায় নিজেদের পছন্দের প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচার চালিয়ে যাচ্ছিলেন, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। আচরণবিধি অনুযায়ী, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপজেলা নির্বাচনের প্রচারে অংশ নিতে পারবেন না।

অবগতির জন্য দুটি চিঠির কপি জাতীয় সংসদের স্পিকার, পুলিশের মহাপরিদর্শক ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।

এর আগে উপজেলা নির্বাচনেও ইসি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়াসহ কয়েকজন সাংসদকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছিল।