সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি মহাসড়কে দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় বেলা তিনটার দিকে ওই সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও এক বাংলাদেশি। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন এক পাকিস্তানি নাগরিকও।

নিহত ব্যক্তিরা হলেন বাগেরহাটের মো. শাহীন ও ফেনীর মো. সাইফুল ইসলাম। আহত তপনের বাড়িও ফেনী জেলায়।

তিন বাংলাদেশি একটি ব্যক্তিগত গাড়িতে করে দাম্মামে যাচ্ছিলেন। গাড়িটি ছিল শাহীনের। গাড়ি চালাচ্ছিলেন পাকিস্তানের নাগরিক মো. খালেদ। তিনি শাহীনের গাড়ির চালক ছিলেন। স্থানীয় সময় মঙ্গলবার বেলা তিনটার দিকে রিয়াদ-দাম্মাম মহাসড়কের আল–হাবুর এলাকায় পৌঁছানোর পর তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এতে পাকিস্তানি নাগরিক খালেদ, গাড়ির মালিক শাহীনসহ দুই বাংলাদেশি প্রাণ হারান। শাহীন সৌদি আরবে বিনিয়োগ করেছিলেন। ২০০৮ সালে বাংলাদেশ সরকার তাঁকে ‘বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (সিআইপি) হিসেবে ভূষিত করেছিল।