পানি থেকেও নেই

>ঢাকা ওয়াসা দাবি করে, রাজধানীতে পানির সংকট নেই। কিন্তু এই দাবির সঙ্গে বাস্তবতার মিল নেই। অনেক এলাকায় পানি থাকলেও নেই বিশুদ্ধ পানি। বাসাবাড়িতে ওয়াসা যে পানি সরবরাহ করে, তা নোংরা ও দুর্গন্ধযুক্ত বলে অভিযোগ রয়েছে। ফলে অনেকে ওয়াসার কাছ থেকেই বিশুদ্ধ পানি কিনে খাচ্ছেন। তার মানে রাজধানীর অনেক বাসিন্দাকেই পানির জন্য বাড়তি টাকা গুনতে হচ্ছে। যাঁদের কেনার সামর্থ্য নেই, তাঁদের অবস্থা শোচনীয়। রাজধানীর কয়েকটি এলাকার পানি সংকটের চিত্র তুলে ধরা হলো। ছবিগুলো বৃহস্পতিবারের।
টিটিপাড়া বস্তিতে ট্যাংকের তলায় জমে থাকা পানি তুলছেন একজন।
টিটিপাড়া বস্তিতে ট্যাংকের তলায় জমে থাকা পানি তুলছেন একজন।
চাপকল দিয়ে পানি কম আসে। যতটুকু আসে তাও ময়লাযুক্ত। টিটিপাড়া বস্তির চিত্র।
চাপকল দিয়ে পানি কম আসে। যতটুকু আসে তাও ময়লাযুক্ত। টিটিপাড়া বস্তির চিত্র।
বাড়ির পানি ব্যবহারের উপযোগী নয়। তাই বাসাবোর কদমতলা সংসদ পানির পাম্প থেকে প্রিপেইড কার্ড দিয়ে বিশুদ্ধ পানি কিনে বাড়ি ফিরছেন একজন।
বাড়ির পানি ব্যবহারের উপযোগী নয়। তাই বাসাবোর কদমতলা সংসদ পানির পাম্প থেকে প্রিপেইড কার্ড দিয়ে বিশুদ্ধ পানি কিনে বাড়ি ফিরছেন একজন।
বাড়িতে যে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি আসে, তার জন্য বিল পরিশোধ করতে হয়, আবার পাম্প থেকেও টাকা দিয়ে বিশুদ্ধ পানি কিনতে হয়। বাসাবোর চিত্র।
বাড়িতে যে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি আসে, তার জন্য বিল পরিশোধ করতে হয়, আবার পাম্প থেকেও টাকা দিয়ে বিশুদ্ধ পানি কিনতে হয়। বাসাবোর চিত্র।
মুগদা পানির পাম্পে জারে পানি ভরছেন একজন।
মুগদা পানির পাম্পে জারে পানি ভরছেন একজন।
অল্প পানিতেই গোসল করতে হয় টিটিপাড়ার বস্তিবাসীর।
অল্প পানিতেই গোসল করতে হয় টিটিপাড়ার বস্তিবাসীর।
বাসাবো-২ নম্বর পানির পাম্প থেকে পানি কিনেছেন তিনি।
বাসাবো-২ নম্বর পানির পাম্প থেকে পানি কিনেছেন তিনি।