নদী মরে প্রতিদিন

>বাংলাদেশ নদী মাতৃক দেশ হিসেবে পরিচিত পেলেও আমরা নদীবান্ধব কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। আমাদের নদীগুলোর শোচনীয় অবস্থা দেখে এমন প্রশ্নের উদ্ভব। দেশের নদীগুলো—বিশেষ করে ঢাকার আশপাশের গুলো দূষণ ও দখলের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে। অথচ এই নদীগুলোই আমাদের দেশের প্রধান জলাধার। বিশ্ব পানি দিবস উপলক্ষে কয়েকটি নদীর দূষণ ও দখলের চিত্র তুলে ধরা হলো। সাম্প্রতিক ছবি।
বুড়িগঙ্গার চিত্র। দূষিত কালো কুচকুচে পানিতেই গোসল করছেন লোকজন। ফরিদাবাদ, ঢাকা। ছবি: দীপু মালাকার
বুড়িগঙ্গার চিত্র। দূষিত কালো কুচকুচে পানিতেই গোসল করছেন লোকজন। ফরিদাবাদ, ঢাকা। ছবি: দীপু মালাকার
শুষ্ক মৌসুমে কালীগঙ্গা নদীর অনেকটাই শুকিয়ে যায়। জেগে ওঠা চরগুলো তখন দখল হতে থাকে। তরা, মানিকগঞ্জ। ছবি: আবদুস সালাম
শুষ্ক মৌসুমে কালীগঙ্গা নদীর অনেকটাই শুকিয়ে যায়। জেগে ওঠা চরগুলো তখন দখল হতে থাকে। তরা, মানিকগঞ্জ। ছবি: আবদুস সালাম
শুষ্ক মৌসুমে চর জেগেছে মুমূর্ষু বুড়িগঙ্গায়। ফরিদাবাদ, ঢাকা। ছবি: দীপু মালাকার
শুষ্ক মৌসুমে চর জেগেছে মুমূর্ষু বুড়িগঙ্গায়। ফরিদাবাদ, ঢাকা। ছবি: দীপু মালাকার
তুরাগের আশুলিয়া অংশের চিত্র। বাড়ছে দূষণের মাত্রা। বিরুলিয়া, আশুলিয়া, ঢাকা। ছবি: দীপু মালাকার
তুরাগের আশুলিয়া অংশের চিত্র। বাড়ছে দূষণের মাত্রা। বিরুলিয়া, আশুলিয়া, ঢাকা। ছবি: দীপু মালাকার
বুড়িগঙ্গায় ভাসছে বর্জ্য। সোয়ারীঘাট, ঢাকা। ছবি: আবদুস সালাম
বুড়িগঙ্গায় ভাসছে বর্জ্য। সোয়ারীঘাট, ঢাকা। ছবি: আবদুস সালাম