৯ প্রিসাইডিং কর্মকর্তার প্রত্যাহার চায় আ.লীগ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ৯ জন প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থীর এজেন্ট। গত রোববার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা কাইজার মো. ফারাবীর কাছে লিখিতভাবে এ দাবি করা হয়।

এ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও বর্তমান চেয়ারম্যান মো. জাহাঙ্গীর খান চৌধুরী দলীয় প্রার্থী। এখানে দলটির ‘বিদ্রোহী’ প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু তাহের। ওই ৯ কর্মকর্তা তাহেরের পক্ষের বলে অভিযোগ করেছেন জাহাঙ্গীরের এজেন্ট মো. আবু ফয়েজ খান চৌধুরী।

চতুর্থ ধাপে আগামী রোববার এ উপজেলা নির্বাচনে ভোট নেওয়া হবে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবু তাহের শশীদল আলহাজ আবু তাহের কলেজের পরিচালনা কমিটির সভাপতি। তাঁর ছোট ভাই মোহাম্মদ আবু জাহের এ কলেজের প্রতিষ্ঠাতা। নির্বাচনে এ কলেজের অধ্যক্ষ মো. পিজিউল আলম, সহকারী অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, মো. শরীফ খান, মোহাম্মদ হাবিবুর রহমান ও মো. খলিলুর রহমানকে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবু তাহেরের অনুগত। এ ছাড়া সাহেবাবাদ কলেজের প্রভাষক আশিকুর রহমান, আক্তার হোসেন, কবির হোসেন ও সাহেবাবাদ মাদ্রাসার উপাধ্যক্ষ মো. জাহিদ উল্লাহকেও প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা স্বতন্ত্র প্রার্থী আবু তাহেরের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। তাঁদের নির্বাচনী দায়িত্ব দেওয়া হলে নির্বাচন প্রভাবিত হবে। অবিলম্বে তাঁদের বাদ দিয়ে এসব স্থলে নিরপেক্ষ ব্যক্তিদের প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা কাইজার মো. ফারাবী বলেন, অভিযোগটি যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।