মদপানের পর রুশ প্রকৌশলীর মৃত্যু, অসুস্থ ২

মদপানের পর অসুস্থ হয়ে পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের রুশ প্রকৌশলী দিমিত্রি বেল্লি (৪১) মারা গেছেন। অসুস্থ হয়েছেন আরও দুই রুশ প্রকৌশলী।

গতকাল শনিবার দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিমিত্রি বেল্লি মারা যান। দিমিত্রির বাবার নাম ভ্লাদিমির বেল্লি। দুই রুশ প্রকৌশলী মিকায়েল দিমা ও লোগেচেভ লেভ নগরের লক্ষ্মীপুর এলাকার সিডিএম হাসপাতালে চিকিৎসাধীন। আজ রোববার সকালে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কোয়েল চৌধুরী জানান, তাঁদের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তাঁদের নিরাপত্তার জন্য হাসপাতালে পুলিশ পাহারা বসানো হয়েছে।

গতকাল রাতে রাজশাহী মেডিকেল থেকে ওই দুই প্রকৌশলীকে সিডিএম হাসপাতালে নেওয়া হয়। রাতে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন মিকায়েল দিমা বলেন, গতকাল সকালের দিকে তাঁরা হুইক ব্রান্ডের মদপান করেন। সন্ধ্যার পর থেকে সবাই অসুস্থ হয়ে পড়েন। তাঁদের প্রথমে পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকের পরামর্শে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাজশাহীতে আনার পরে রাত ১০টা ৩১ মিনিটে কর্তব্যরত চিকিৎসক দিমিত্রি বেল্লিকে মৃত ঘোষণা করেন।

সাগর হোসেন নামের একজন দোভাষির মাধ্যমে দিমা আরও জানান, তাঁরা নিটিম এটম স্প্রে কোম্পানিতে চাকরি করতেন। তাঁরা যে মদপান করেছেন তা ভালো ছিল না। পান করার পর থেকেই তাঁদের শরীর খারাপ হয়ে যায়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাফিস রহমান দিমিত্রির মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। চিকিৎসক নাফিস রহমান জানান, ধারণা করা হচ্ছে, বিষাক্ত অথবা অতিরিক্ত মদপানের কারণে দিমিত্রির মৃত্যু হতে পারে। লাশ হিমঘরে রাখা হয়েছে।