'আগুনের কয়লাতে কেউ খোঁচা দিয়েন না'

শামীম ওসমান। ফাইল ছবি
শামীম ওসমান। ফাইল ছবি

আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমান বলেছেন, ‘আগুনের কয়লাতে কেউ খোঁচা দিয়েন না। আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে গেলে নেতা-কর্মীদের আটকাইয়া রাখতে পারব না। আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিচ্ছু বিচ্ছু খেলা খেইলা অভ্যস্ত।’

শামীম ওসমান বলেন, ‘বিনা কারণে আমার নেতা-কর্মীদের ঝামেলায় ফেলা হলে নারায়ণগঞ্জ অগ্নিস্ফুলিঙ্গে পরিণত হবে। এক সেকেন্ডেরও সময় দেওয়া হবে না।’

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদকে ইঙ্গিত করে শামীম ওসমান বলেন, ‘আগামী ১০-১২ দিনের মধ্যেই টের পাইবেন।’

গতকাল শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ইসদাইরে একটি কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর আওয়ামী লীগের ব্যানারে আয়োজিত জরুরি কর্মিসভায় শামীম ওসমান এসব কথা বলেন।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি সামছুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা।

শামীম ওসমান বলেন, ‘মানুষ সুশাসন চায়, আমরা মানুষকে শান্তি দিতে চাই। মানুষ সন্ত্রাসীকে দেখতে চায় না।’