ঢাবি ক্যাম্পাসে গাছের ডাল পড়ে পথচারী আহত

ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে গাছের ভাঙা ডাল পড়ে গুরুতর আহত হয়েছেন বহিরাগত এক পথচারী। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে৷ পরে পাশেই হাকিম চত্বরে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন৷

আহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৩০)। তাঁর পরিবার রাজধানী ঢাকার অদূরে টঙ্গী এলাকায় বসবাস করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা গুরুতর আহত আনোয়ার নিজের বিস্তারিত পরিচয় দিতে পারেননি।

ঘটনার প্রত্যক্ষদর্শী গ্রন্থাগারের সামনের চা–দোকানি বিল্লাল হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল শনিবার সন্ধ্যায় ঝড়ে লাইব্রেরির সামনের একটা গাছের ডাল ভেঙে ঝুলে ছিল। সেটা ওই ব্যক্তির (আনোয়ার) ওপর পড়েছে। এতে তাঁর যৌনাঙ্গ মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছে৷

জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস বলেন, ‘আমরা হাকিম চত্বরে বসে চা খাচ্ছিলাম। এ সময় দুর্ঘটনাটি ঘটে। পরে তাঁকে মেডিকেলে নিয়ে আসি। কর্তব্যরত চিকিৎসক বলেছেন, তাঁর যৌনাঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে। যৌনাঙ্গে আঘাত পাওয়ায় প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। পরিপূর্ণ চিকিৎসা যেন হয়, সে বিষয়ে আমরা নজর রাখছি৷’ এ ধরনের দুর্ঘটনা এড়াতে ক্ষতিগ্রস্ত গাছগুলোর পরিচর্যা ও সুষ্ঠু তদারকি নিশ্চিত করতে প্রশাসনের কাছে লিখিত আবেদন দেবেন বলেও জানান তিনি৷

এই দুর্ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী বলেন, দুর্ঘটনার কথা তাঁরা শুনেছেন৷ এরপর থেকে ক্যাম্পাসের গাছগুলোর পরিচর্যা ও তদারকিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও বেশি সচেতন হবে৷