মালয়েশিয়ার দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শ্রমিক বহনকারী একটি বাস খাদে পড়ে পাঁচ বাংলাদেশিসহ ১১ জন নিহত হয়েছেন। আহত ৩৩ জন। স্থানীয় গণমাধ্যম সূত্রে দুর্ঘটনার কথা জানা গেছে।

মালয়েশিয়ার ইংরেজি অনলাইন নিউ স্ট্রেইটস টাইমস বলেছে, স্থানীয় সময় গতকাল রোববার রাত ১১টার পর সেপাংয়ে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পত্রিকাটির প্রতিবেদন অনুযায়ী, নিহত ব্যক্তিদের মধ্যে তিন নারীসহ দশজনই বিদেশি কর্মী। তাঁদের মধ্যে পাঁচজন বাংলাদেশি, তিনজন ইন্দোনেশীয় ও দুজন নেপালি। নিহত আরেক ব্যক্তি ওই বাসের চালক ছিলেন। তিনি মালয়েশিয়ার নাগরিক।

নিহত বাংলাদেশিরা হলেন মো. রাজিব মুনশী (২৬), মো. সোহেল (২৪), মহিন (৩৭), আল আমিন (২৫) ও গোলাম মোস্তফা (২২)।

আহত ব্যক্তিদের স্থানীয় তিনটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে সাতজন বাংলাদেশি। তাঁরা হলেন মো. নাজমুল হক (২১), মো. রজবুল ইসলাম (৪৩), ইমরান হোসাইন (২১) সেরডাং হাসপাতালে এবং জাহিদ হাসান (২১), শামীম আলী (৩২), মোহাম্মদ ইউনূস (২৭) ও মো. রাকিব (২৪) পুত্রাজায়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আজ সকাল পৌনে ১১টায় কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দুর্ঘটনায় নয়জন নিহত হন বলে জেনেছি। এঁদের মধ্যে বাংলাদেশি আছে কি না, তা জানতে তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।’

শহিদুল ইসলাম বলেন, কুয়ালালামপুরের লেবার কাউন্সিলর মোহাম্মদ জহিরুল ইসলামসহ তিনজন গেছেন খোঁজ নিতে।