মুন্সিগঞ্জে নদীর পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

মুন্সিগঞ্জের মীরকাদিম নৌবন্দর থেকে লঞ্চঘাট পর্যন্ত অংশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ধলেশ্বরী নদীর পাশের চার কিলোমিটার অংশের অবৈধ স্থাপনা উচ্ছেদে এই অভিযান শুরু হয়।

বিআইডব্লিউটিএর উপপরিচালক শহিদুল্লা জানান, দুই দিন ধরে এই উচ্ছেদ অভিযান চলবে। চার কিলোমিটার এলাকায় প্রায় ২০০ অবৈধ স্থাপনা আছে।

বিআইডব্লিউটিএ জানায়, অবৈধ স্থাপনার বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের একাধিকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু অবৈধ স্থাপনা না সরানোয় এখন অভিযান চালানো হচ্ছে।