বেতের আসবাব

>

সিলেট নগরের ঘাসিটুলা এলাকায় ঐতিহ্যবাহী বেত-বুনন শিল্পের বেশ কয়েকটি দোকান এখনও টিকে আছে। বাজারে বেতের তৈরী আসবাবপত্রের চাহিদা রয়েছে। তবে বেত-বুননশিল্পীরা অর্থনৈতিকভাবে সহযোগিতায় না পাওয়ায় এই শিল্প পিছিয়ে পড়ছে।

সোফাসেট, মোড়া, চেয়ারের মতো ঘরের আসবাবপত্র তৈরি করেন বেত-বুননশিল্পীরা। বেতের আসবাবপত্রের ডিজাইনে আছে ভিন্নতা। এগুলো ঘরের সৌন্দর্যই বদলে দিতে পারে। দেখতে যেমন সুন্দর ব্যবহারেও তেমনি আরামদায়ক। ঘাসিটুলা এলাকায় একটি দোকানে তৈরি করা হচ্ছে বেতের চেয়ার। ঘাসিটুলা এলাকার বিভিন্ন বাসা-বাড়িতে নারীরাও বেত দিয়ে আসবাবপত্র তৈরি করেন। আর্থিকভাবে সহযোগিতা পেলে এই শিল্পে ব্যাপক সম্ভাবনা আছে।

বেতের আসবাবপত্র তৈরির কাজ চলছে।
বেতের আসবাবপত্র তৈরির কাজ চলছে।
বেতের তৈরি এসব মোড়া কম-বেশি সবার পছন্দ।
বেতের তৈরি এসব মোড়া কম-বেশি সবার পছন্দ।
বেত দিয়ে মোড়া থেকে শুরু করে সব আসবাবই তৈরি হয়।
বেত দিয়ে মোড়া থেকে শুরু করে সব আসবাবই তৈরি হয়।
সুন্দর সুন্দর বেতের ঝুড়ি।
সুন্দর সুন্দর বেতের ঝুড়ি।
দোকানে তৈরি হচ্ছে বেতের চেয়ার। ঘাসিটুলা এলাকায় বিভিন্ন বাসা-বাড়িতে নারীরা বেত দিয়ে আসবাবপত্র তৈরি করেন।
দোকানে তৈরি হচ্ছে বেতের চেয়ার। ঘাসিটুলা এলাকায় বিভিন্ন বাসা-বাড়িতে নারীরা বেত দিয়ে আসবাবপত্র তৈরি করেন।
বেতের ল্যাম্পের সৌন্দর্যও আলাদা।
বেতের ল্যাম্পের সৌন্দর্যও আলাদা।
নারীদের তৈরি বেতের মোড়া। আর্থিকভাবে সহযোগিতা পেলে এই শিল্পে ব্যাপক সম্ভাবনা আছে।
নারীদের তৈরি বেতের মোড়া। আর্থিকভাবে সহযোগিতা পেলে এই শিল্পে ব্যাপক সম্ভাবনা আছে।