'পেট্রোম্যাক্স এলপিজি কুক ফর হার' পুরস্কার পেলেন ৩ জন

অতিথিদের সঙ্গে ‘পেট্রোম্যাক্স এলপিজি কুক ফর হার’ প্রতিযোগিতায় বিজয়ীরা। এই আয়োজনের সহযোগী প্রতিষ্ঠান প্রথম আলো। কারওয়ান বাজার, ঢাকা, ৮ এপ্রিল। ছবি: আবদুস সালাম
অতিথিদের সঙ্গে ‘পেট্রোম্যাক্স এলপিজি কুক ফর হার’ প্রতিযোগিতায় বিজয়ীরা। এই আয়োজনের সহযোগী প্রতিষ্ঠান প্রথম আলো। কারওয়ান বাজার, ঢাকা, ৮ এপ্রিল। ছবি: আবদুস সালাম

অনুষ্ঠিত হয়ে গেল ‘কুক ফর হার’ রান্না প্রতিযোগিতার পুরস্কার বিতরণী আয়োজন। সোমবার বিকেলে কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলোর কার্যালয়ে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্তর্জাতিক নারী দিবসকে উৎযাপন করতে প্রথম আলোর সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করে পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেড।

এ আয়োজনে প্রতিযোগী পুরুষেরা রান্না করেন তাদের পছন্দের নারীদের জন্য। পরে সেখান থেকে বাছায় করা হয় সেরা রান্না এবং দেওয়া হয় পুরস্কার।

‘কুক ফর হার’ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ওয়াসিফ জাহিন ফারাবি। তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকেট। দ্বিতীয় স্থান অর্জন করেছেন খাইরুল বাসার। তিনি পেয়েছেন সঙ্গীকে সাথে নিয়ে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে নৈশ ভোজের সুযোগ। এ ছাড়া তৃতীয় হয়েছেন সৈয়দ রাহাত হোসেন। তিনি পেয়েছেন পাঁচ হাজার টাকার মুদি পণ্য কেনার ভাউচার।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে কথা বলছেন পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেডের সিওও ফিরোজ আহমেদ। কারওয়ান বাজার, ঢাকা, ৮ এপ্রিল। ছবি: আবদুস সালাম
পুরস্কার প্রদান অনুষ্ঠানে কথা বলছেন পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেডের সিওও ফিরোজ আহমেদ। কারওয়ান বাজার, ঢাকা, ৮ এপ্রিল। ছবি: আবদুস সালাম

প্রথম আলোর সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণী উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রথম আলোর বিদেশ সংস্করণের সম্পাদক সেলিম খান এবং পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ফিরোজ আহমেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রথম আলোর ডিজিটাল বিজনেস এর সহকারী ব্যবস্থাপক আমিনুর রহমান ও পেট্রোম্যাক্স এলপিজির ব্যান্ড ব্যবস্থাপক আসমা আব্দুল্লাহ।