জেলের জালে বিরল প্রজাতির মাছ!

রাঙ্গুনিয়ার কর্ণফুলী নদীতে জেলের জালে ধরা পড়া বিরল প্রজাতির মাছ। গতকাল সকালে মরিয়মনগরের রশিদিয়াপাড়ায়।  প্রথম আলো
রাঙ্গুনিয়ার কর্ণফুলী নদীতে জেলের জালে ধরা পড়া বিরল প্রজাতির মাছ। গতকাল সকালে মরিয়মনগরের রশিদিয়াপাড়ায়। প্রথম আলো

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিমল দাশ নামে এক জেলের জালে বিরল প্রজাতির একটি মাছ ধরা পড়েছে। গতকাল রোববার সকালে উপজেলার কর্ণফুলী নদীর মরিয়ম নগর ইউনিয়নের রশিদিয়াপাড়া ঘাটে মাছটি ধরা পড়ে। পর স্থানীয় এক ব্যক্তি মাছটি কিনে নেন। মাছটির ওজন ৮ শ গ্রাম ও লম্বায় দেড় ফুট বলে জানান তিনি।

খবর পেয়ে বিরল প্রজাতির মাছটি দেখতে স্থানীয় উৎসুক লোকজন ভিড় জমায়। ওই এলাকায় এর আগে কখনো এমন মাছ দেখা যায়নি বলে জানান স্থানীয় লোকজন ও জেলেরা।

জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে বলেন, মাছটি ‘সাকার ফিশ’ নামে পরিচিত। বিভিন্ন পুকুর ও জলাশয়ে মাছটি মাঝে মাঝে দেখা যায়। এটি অনেকে অ্যাকোরিয়ামেও রাখেন।