টাঙ্গাইল মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন

টাঙ্গাইলে ফেনসিডিলসহ গ্রেপ্তার এক নারীকে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বেলা একটার দিকে জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মাকসুদা খানম এ রায় দেন। দণ্ড পাওয়া ওই নারীর নাম সুরাইয়া বেগম ওরফে দুল। তিনি শহরের পূর্ব আদালত পাড়ার আলমগীর হোসেনের স্ত্রী।

টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) এস আকবার খান বলেন, ২০০৫ সালের ৩ মার্চ পুলিশ সুরাইয়া বেগমের বাড়ি অভিযান চালায়। এ সময় তাঁর বাড়ি থেকে ৩২ বোতল ফেনসিডিলসহ তাঁকে গ্রেপ্তার করে। ওই দিনই পুলিশের উপসহকারী পরিদর্শক (এএসআই) মোশফেকুল ইসলাম বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা করেন। পরে সেই মামলায় সুরাইয়ার এই সাজা হয়েছে। তিনি আরও বলেন, রায় ঘোষণার সময় ওই নারী আদালতে উপস্থিত ছিলেন। এরপর তাঁকে কারাগারে পাঠানো হয়।