কসবা সীমান্তের ৪৪ কিলোমিটারে বিশেষ নজরদারি

ফাইল ছবি
ফাইল ছবি

ভারতের লোকসভা নির্বাচন ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়াসহ ৪৪ কিলোমিটার সীমান্তে বিশেষ নজরদারি করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ত্রিপুরার চিহ্নিত অপরাধীরা যেন বাংলাদেশে না আসতে পারে সে জন্য এই উদ্যোগ।

বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ গোলাম কবীর বলেন, ‘ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) লোকসভা নির্বাচনের সময় আমাদের সীমান্তে বিশেষ নিরাপত্তা জোরদার বিষয়ে সহায়তা চেয়েছে। ৬ এপ্রিল থেকে ব্রাহ্মণবাড়িয়ার ৪৪ কিলোমিটার সীমান্তে বিশেষ নজরদারিসহ বিজিবি ও বিএসএফ নিজ নিজ সীমান্তে যৌথভাবে টহল জোরদার করেছে।

আজ ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। আখাউড়ার সীমান্তবর্তী ভারতের ত্রিপুরা রাজ্যে আজ ও ১৮ এপ্রিল ভোট হবে।

ত্রিপুরার চিহ্নিত অপরাধীরা যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাড়া খেয়ে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আসতে না পারে সে জন্য এই উদ্যোগ বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।