কর্ণফুলীতে নিখোঁজ তৃতীয়জনের লাশ উদ্ধার

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

চট্টগ্রামে কর্ণফুলীতে নৌকা পারাপারে নিখোঁজ তিনজনের মধ্যে সর্বশেষ ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। লাশটি শেরপুর জেলার হাবিবুর রহমানের (৩০) বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। এর আগে মঙ্গলবার সকাল সাড়ে আটটায় একই জায়গায় ভেসে ওঠে দুটি লাশ।

কর্ণফুলী থানার শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজন বড়ুয়া প্রথম আলোকে বলেন, গতকাল বুধবার রাত পৌনে ১১টায় নৌবাহিনীর বিএনএফডি সুন্দরবন ডক সংলগ্ন বার্থ এলাকায় লাশটি ভেসে ওঠে। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা লাশ উদ্ধার করে ইপিজেড থানায় নিয়ে রাখেন।

আত্মীয়–স্বজনেরা রাতে লাশটি শনাক্ত করে নিয়ে যান। হাবিবুর স্থানীয় একটি বিদ্যুৎকেন্দ্রে চাকরি করতেন।

স্থানীয় সূত্র জানায়, রোববার সন্ধ্যা ছয়টায় কর্ণফুলী উপজেলার ডাঙ্গারচর থেকে নগরের সল্টগোলা ঘাটে যাওয়ার সময় মাঝপথে যাত্রীবাহী একটি নৌকার ইঞ্জিন বিকল হয়। ওই সময় একটি জাহাজের সঙ্গে নৌকাটির ধাক্কা লাগলে ভয়ে লাফ দেন কয়েকজন। ওই সময় নিখোঁজ হন জুলধা ইউনিয়নের ডাঙ্গারচরের মোহাম্মদ হানিফ (২৫), আলী আকবর (৩০) ও শেরপুর জেলার হাবিবুর রহমান। গত মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় মোহাম্মদ হানিফ ও আলী আকবরের লাশ ভেসে ওঠে। একই জায়গায় বুধবার রাতে ভেসে ওঠে হাবিবুর রহমানের লাশ।