নুসরাতের পক্ষে প্রতিবাদ

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে হাত উঠল পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসবেও। এ উৎসবে অংশ নেওয়া বিতার্কিক শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষার্থীরা নুসরাত হত্যায় প্রতিবাদের ভাষা হিসেবে দুই হাত ওপরে তোলেন। আজ শুক্রবার সকালে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় ‘পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক জাতীয় পর্ব ২০১৯’ উৎসব। অনুষ্ঠান উদ্বোধনের আগে বিতার্কিক শিক্ষার্থীদের সঙ্গে আসা অতিথিরাও এ প্রতিবাদে শামিল হন।
উৎসবে অংশ নেওয়া বিতার্কিক শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষার্থীরা দুই হাত ওপরে তুলে নুসরাত হত্যার প্রতিবাদ জানান।
উৎসবে অংশ নেওয়া বিতার্কিক শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষার্থীরা দুই হাত ওপরে তুলে নুসরাত হত্যার প্রতিবাদ জানান।
এ সময় সবাই নীরব প্রতিবাদ জানান
এ সময় সবাই নীরব প্রতিবাদ জানান
সব ধরনের প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করে দেশকে এগিয়ে নেওয়ার শপথ নেওয়া হয়।
সব ধরনের প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করে দেশকে এগিয়ে নেওয়ার শপথ নেওয়া হয়।
অনুষ্ঠান উদ্বোধনের আগে বিতার্কিক শিক্ষার্থীদের সঙ্গে আসা অতিথিরাও নুসরাত হত্যার প্রতিবাদে শামিল হন।
অনুষ্ঠান উদ্বোধনের আগে বিতার্কিক শিক্ষার্থীদের সঙ্গে আসা অতিথিরাও নুসরাত হত্যার প্রতিবাদে শামিল হন।